গাজীপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতায় বৃদ্ধিতে প্রণয়ন সভা
বি এ রায়হান, গাজীপুর:
গাজীপুর গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনের প্রণয়ন সভায় জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক মামুন সরদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার তানিয়া শার্মী ,জেলা অতিরিক্ত পুলিশ সুপার এ.কে এম জহিরুল ইসলাম,ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ জিল্লুর রহমান সহ অন্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, গ্রাম আদালত দরিদ্র ও অসহায়দের মাঝে বিচার প্রাপ্তির ক্ষেত্রে সচেতনতা তৈরি করেছে। ছোট খাটো ব্যাপারে মামলা নিষ্পত্তি করতে যথেষ্ট অবদান রাখছে। ফৌজদারি মামলার জন্য ১০ টাকা এবং দেওয়ানী মামলার জন্য ২০টাকা ফি প্রদান করতে হয়। এতে বাড়তি ফি না থাকায় সাধারণ মানুষকে ভোগান্তি কম পোহাতে হচ্ছে। মামলার জট কমাতে গ্রাম আদালত অন্যতম ভূমিকা রাখছে। গাজীপুর জেলায় ৫০০৫ টি মামলা দায়ের হয়েছে এবং নিষ্পত্তি করা হয়েছে ৪৭৭৪টি মামলা।